মোবাইল সার্ভিসিং ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ জলঢাকা শাখার বিজয় দিবস পালন:




আজ রবিবার মোবাইল সার্ভিসিং ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ জলঢাকা শাখার উদ্যোগে বিজয় দিবস পালন করা হয়। উক্ত বিজয় দিবসকে সফল করার লক্ষ্যে মোবাইল সার্ভিসিং ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জলঢাকা শাখা এক ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে বিজয় দিবস পালন করেন। সকাল 9 ঘটিকার সময় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল নয়টা 30 মিনিটে বঙ্গবন্ধু চত্বর হোসেন মার্কেট মোবাইল সার্ভিসিং ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ জেলা শাখার অফিস থেকে একটি রেলি বের হয়ে জলঢাকা শহীদ মিনারে পৌঁছে। সেখানে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। উক্ত বিজয় দিবসের রেলিতে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলার সাবেক সফল পৌর মেয়র ও মোবাইল সার্ভিসিং ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জলঢাকা শাখার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইলিয়াস হোসেন বাবলু , অ্যাসোসিয়েশনের জেলা ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহাবুবার রহমান , জলঢাকা থানা সভাপতি মোঃ শহিদুল ইসলাম , সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিলন আশিক,  সিনিয়র সহ-সভাপতি শ্রী মানিক চন্দ্র,সহ সহ-সভাপতি মোহাম্মদ আবদুল মজিদ ফকির, অর্থ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ সুমন, সহ-সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান সহ থানা ও জেলার অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 Comments:

Post a Comment